জেলা শহরের কালিন্দীপুর-হ্যাচারী-সুখী নীলগঞ্জ এলাকায় নবনির্মিত সংযোগ সেতুর উদ্বোধন করা হয়েছে।
আজ সকাল সাড়ে ১০ টায় শহরের কালিন্দীপুর হ্যাচারী এলাকায় এ সেতুর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১২ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে ২২৬ মিটার দৈর্ঘ্য এবং ৫.১ মিটার প্রস্থে নির্মিত নতুন এ সেতুটির উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, জেলা আওয়ামীলীগের সদস্য ওয়াশিংটন চাকমা, আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, আশীষ দাশ গুপ্ত, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদসহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন বাস্তবায়িত হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আওয়ামীলীগ সরকারের হাতকে শক্তিশালী করার আহবান জানান।