সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইডির মাধ্যমে সম্মান হানির অভিযোগে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার আব্দুল মুমিন তুষার (২৪) ডবলমুরিং থানার আগ্রাবাদ বেপারিপাড়া এলাকার মৃত মো. আব্দুল খালেকের ছেলে।
শনিবার (৮ এপ্রিল) আগ্রাবাদ এলাকার বেপাড়িপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কাউন্টার টেররিজমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন জানান, এক ভুক্তভোগী অভিযোগ করে জানান, অজ্ঞাতনামা একব্যক্তি তার অনুমতি ব্যতীত ছবি, পরিচিতি সংগ্রহ করে ফেসবুকে আইডি খুলে অশ্লীল/আপত্তিকর ক্যাপশন সহকারে পোস্ট করে তার সম্মান হানি করছে। পরে ভুক্তভোগী ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। তদন্তে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন সেলের সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। এরপর গতকাল আগ্রাবাদ এলাকার বেপাড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ফোনটি প্রাথমিকভাবে পরীক্ষা করে ডিজিটাল আলামত পাওয়া গেছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।