চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শামসুন নাহার হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকালে হলের ২১০ নম্বর কক্ষ থেকে রোকেয়া খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষে পড়তেন।
বিষয়টি নিশ্চিত করেন প্রক্টর ড. নূরূল আজিম শিকদার।
তিনি বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে শামসুন নাহার হলের একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করে চবি মেডিকেলে আনা হয়। পরে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রক্টর আরও বলেন, ময়নাতদন্তের পর তার মৃত্যুর ব্যাপারে বিস্তারিত জানতে পারব।