কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির সদস্য, আমরা ক’জন মুজিব সেনা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি ও জলিল-জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেছেন, ইসলাম সব সময় ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। অসহায়, অসচ্ছল ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসা ইসলামের অন্যতম ইবাদত।
তিনি বলেন, মহানবী (সা.) বলেছেন- যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দিবে, পরকালে আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করে দিবেন। তিনি আরো বলেন, জলিল-জাহান ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষুধার্তকে খাদ্য দেয়া, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া, বস্ত্রহীন মানুষের বস্ত্রের ব্যবস্থা করে অসহায় মানুষের পাশে থাকার যাত্রা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
তিনি জলিল-জাহান ফাউন্ডেশনের আয়োজনে সাতকানিয়া পৌরসভার আওতাধীন সকল ওয়ার্ডের এতিম শিশু, খতিব, ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত, গরীব, অসহায় ও দুঃস্থদের সাথে ঈদপূর্ব শুভেচ্ছা বিনিময় ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ ফরিদুল আলম, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল রশীদ পারভেজ, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব চৌধুরী, পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, পৌরসভা প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক, নাজিম উদ্দীন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ এজাজ, পৌরসভা ছাত্রলীগ নেতা এনামুল, সাখাওয়াত হোসেন, আব্দুল গফুর, আব্দুল গনি, চ.বি. ছাত্র মোঃ রাফি, মিনহাজ, মজুমদার এন্টারপ্রাইজ কর্মকর্তা মোঃ মাহফুজ চৌধুরী, মোঃ বেলাল, মোঃ মালেক প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ঈদপূর্ব শুভেচ্ছা বিনিময় শেষে প্রায় ৩৫০ জন এতিম, ইমাম-মুয়াজ্জিন ও দুঃস্থকে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয়।