চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও বৃষ্টিবাধার শঙ্কা ছিলো। টসের পর মিনিট দশেক না পেরোতেই চট্টগ্রামের নামলো মুষলধারে বৃষ্টি। এরপর ১৯ ওভারে খেলা হওয়ার কথা থাকলেও এখন খেলা হবে ১৭ ওভারে।
খেলা শুরুর নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ১৫ মিনিট পর স্থানীয় সময় ৩-১৫ মিনিটে শুরু হওয়ার ঘোষণা আসে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের। ম্যাচ হবে ১৯ ওভারে। তবে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে খেলা শুরুর এই ঘোষণা আসার সঙ্গে সঙ্গে আবারো আকাশ ভেঙ্গে নামে বৃষ্টি।
শেষ পর্যন্ত আর খেলা শুরু হয়নি। তবে এখন বৃষ্টি বন্ধ হওয়ায় খেলা হবে ১৭ ওভারে। ৬ ওভারের পরিবর্তে পাওয়ার প্লে হবে ৫ ওভারে। আর দুজন বোলার করতে পারবেন সর্বোচ্চ ৪ ওভার। আর বাকিরা করবেন ৩ ওভার করে।