২৭ মার্চ সোমবার সকাল দশটা থেকে বেলা দেড়টা পর্যন্ত রামগড় উপজেলার লাচারীপাড়া বিওপি এলাকায় বসবাসরত দুস্থ্ গরীব পাহাড়ী এবং বাঙ্গালীদের মাঝে রামগড় ৪৩ বিজিবি কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে।
মেডিকেল ক্যাম্পেইনে ১৮০ জন দুস্থ্ বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ পেয়েছেন। এসময় রামগড় জোনের স্টাফ অফিসার সহকারী পরিচালক, রাজু আহমেদ, পিবিজিএমএস উপস্থিত ছিলেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোন (৪৩ বিজিবি) কর্তৃক অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবা মূলক কাজে সবসময় জনগণের পাশে থাকবে
। এছাড়াও গরীব দুস্থ্য জনসাধারনের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন (৪৩ বিজিবি) কর্তৃক উন্নয়নমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।