কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গতকাল শুক্রবার অভিযান চালিয়ে এক লাখ ইয়াবা জব্দ করেছে র্যাব। এসময় আলী জোহর (৩৪) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক সামশুল আলম খান।
আটক আলী জোহর ক্যাম্প-১ ডব্লিউ, ব্লক/ই-৭ এর নুর সালামের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক সামশুল আলম খান জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাজারে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করা হয়। এসময় ওই ব্যক্তির কাছ থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।