চট্টগ্রাম নগরীর চকবাজার গুলজার মোড় এলাকার মতি টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার (২৫ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে ওই মার্কেটের নিচচতলায় একটি টেইলার্সের দোকানে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায় নি।
চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, মতি টাওয়ারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।