শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
spot_img

রমজানেও মাঠ চাঙ্গা রাখবে বিএনপি

আসন্ন রমজানে ও বিএনপি জোটে রসরকার পতন আন্দোলন অব্যহত থাকবে। মাঠ ছাড়তে রাজি নয় দলটির হাইকমান্ড। তবে বিভিন্ন প্যাটানে চলবে ইফতার রাজনীতি। মাঠের আন্দোলনে কিছুটা পরিবর্তন আনবে বলে জানিয়েও দলের শীর্ষ নেতারা বলেছেন,মাঠ ছেড়ে সংযম করা যাবেনা আন্দোলনকে। তবে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ বাড়ানো হবে ইফতারের আড়ালে।

রমজানে আন্দোলন-কর্মসূচি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রমজানে ইফতার পাটির পাশাপাশি আন্দোলনের কর্মসূচিঅ ব্যাহত থাকবে।
তিনি বলেন, চূড়ান্ত আন্দোলন ঘোষণা দিয়ে আসেনা। আজ থেকে দেড় বছর আগেও জনগণ ফ্যাসিস্ট সরকারের ভয়ে রাজপথে নামেনি। কিন্তু এ ভয়এখনআর নেই। জনগণ মৃত্যুকে জয় করতে শিখেছে। এরই মধ্যে গত ছয়মাসে এ গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ১৭ জন নিহত হয়েছে। গণতন্ত্র মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

সূত্র মতে, আগামী বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন কেন্দ্র করে নানান দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি। যদিও কয়েকটি বিভাগীয় সমাবেশ ছাড়া খুব বড় কোনো কর্মসূচিতে এখনো যেতে পারেনি দলটি। মাঠের রাজনীতিতে কিছুটা সক্রিয় হলেও জোট গত যুগপৎ আন্দোলন দৃশ্যমান কোনো প্রভাব ফেলতে পারেনি। সরকার পতনের আন্দোলন সীমাবদ্ধ রয়েছে বক্তব্যের মধ্যেই।
করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় আন্দোলন ও নির্বাচন সামনে রেখে ঘরোয়া রাজনীতির অংশ হিসেবে এবার ইফতারকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি। রমজানে ইফতার পাটির মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম চালাবে দলটি। দলের পক্ষ থেকে এবার কমপক্ষে ছয়টি ইফতার পাটির আয়োজন করা হবে। প্রথম রমজানে এতিম ও আলেম-ওলামাদের সম্মানে হবে ইফতার। এরপর পেশাজীবী,যুগপৎ আন্দোলনের শরিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাএবং কূটনীতিকদের সম্মানে আয়োজন থাকবে। নির্বাচনের আগে ইফতার পার্টি ঘিরে কূটনীতিকদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বিএনপি।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, কৃষক দল, জিয়াউর রহমান ফাউন্ডেশন, ডক্টর সঅ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ড্যাব) দল সমর্থিত বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও ইফতারের আয়োজন করা হবে। এক দফার আন্দোলনসামনে রেখে নেতাকর্মীদেরসক্রিয়রাখতে কেন্দ্রেরপাশাপাশি দেশের সব বিভাগ, জেলা, উপজেলা পর্যায়েও ইফতার পাটির আয়োজনের চিন্তা-ভাবনা করছে দলটি।

জানাযায়, যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলো এরই মধ্যে ইফতার পার্টি আয়োজনের প্রক্রিয়া শুরু করেছে। অতীতে এসব সমমনা রাজনৈতিক দলের পক্ষ থেকে ইফতার পাটির আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নিতেন। কিন্তু দুর্নীতির মামলায় দ্িডত হ য় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান তিনি। পরে পরিবারের আবেদনে সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এর পর থেকেই তিনি গুলশানের ভাড়া বাসা ফিরোজায় রয়েছেনএবং দলের রাজনীতিতে নিষ্ক্রিয়। তাই প্রায় সবাই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান অতিথি করতে চান। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও এ সব ইফতারে উপস্থিত থাকবেন।

সূত্র জানায়, গণফোরাম ও বাংলাদেশ পিপলস পাটির (বিপিপি) পক্ষ থেকে আলাদাঅথবা যৌথ ভাবেও ইফতার আয়োজন করা হতে পারে। লিবারেল ডেমোক্রেটিক পাটির (এলডিপি) পক্ষ থেকেও ইফতার মাহফিলের আয়োজন করা হবে। গণতন্ত্র মঞ্চ জোটগত ভাবে একটি ইফতার মাহফিল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সেখানে জামায়াতছাড়া দেশের সব রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানাবে তারা। সে হিসেবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমন্ত্রণ জানানো হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এবার রমজানে বিএনপির পক্ষ থেকে কয়েকটি ইফতার আয়োজনের প্রক্রিয়া চলছে। প্রথম রোজায় রাজধানীর লেডিস ক্লাবে এতিম ও আলেম-ওলামাদের সম্মানে ইফতারের আয়োজন করা হবে। তবে পেশাজীবী, বিভিন্ন রাজনৈতিক দল এবং কূটনীতিকদের সম্মানেই ফতারের দিন ক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক তিনটি জোটের (গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট) পক্ষ থেকেও এবার ইফতার মাহফিলের আয়োজন করা হবে।
প্রসঙ্গত,যে কোনো ঈদ এলেই বিএনপির আন্দোলনের ঘোষণার জোর বাড়ে। কিন্তু জোরালো হয়না আন্দোলন। সেই ২০১৪ সালের ২২ জুন বিকেলে তুমুল বৃষ্টির মধ্যে জয়পুর হাটে এক জনসভায় ঈদের পরে কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সে বছর ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করার পর তৃতীয় বারের মতো ঢাকার বাইরে জনসভায় দেওয়া ভাষণে খালেদা জিয়া বলেন, ‘ইনশাল্লাহ, ঈদের পর আন্দোলন শুরুকরবো। দুর্নীতিবাজ সরকারকে বিদায় করবো। আন্দোলনের জন্য আপনারা প্রস্তুত হন।’

বাংলাদেশের রাজনীতিতে কঠোর আন্দোলন কর্মসূচি বলতে হরতাল-অবরোধ পরিচিত। ২০১৪ সালে দেশে ২২টি হরতাল ডাকা হয়। এরমধ্যে সাতটি ডাকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। ২০১৫ সালের প্রথম দিনটি ছিল জামায়াতের হরতাল। ৬ জানুয়ারি থেকে টানা অবরোধকর্মসূচি ঘোষণা করে বিএনপি। কিন্তু কর্মসূচি ঘোষণা করে নেতারা আত্মগোপনে যাওয়ায় এক পর্যায়ে ঘোষণা ছাড়াাই শেষ হয় সে অবরোধ।

নয় বছর আগে দলীয় প্রধানের ওই বক্তব্যের রেশ ধরে ঈদ সামনে রেখে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা এখনো এ ধরনের বক্তব্য দেন। ঈদ যায় ঈদ আসে কিন্তু সেই অর্থে কোনো কঠোর আন্দোলন সংগঠিত করতে পারেনি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। ফলে বিরোধী শিবির থেকে নিয়মিত কটাক্ষ শুনতে হয় দলের নেতাকর্মীদের।

এবার রমজান টার্গেট করে ইফতার আয়োজনে আগে ভাগে তোড়জোড় দেখা যাচ্ছে দলের মধ্যে। আন্দোলনের বিষয়ে সিনিয়র নেতারা আপসহীন বক্তব্য দিচ্ছেন। ইফতার কেন্দ্র করে শুধু কূটনৈতিক তৎপরতা নয়, নেতা কর্মীদের উজ্জীবিত ও আন্দোলন চলমান রাখার কথা বলছেন তারা। বরাবরের মতো রমজান শেষে ঈদের পর স্পষ্টহবে আন্দোলনের প্রকৃত গতিপথ।

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করেই চলমান আন্দোলন অব্যাহত থাকবে। এ সরকারকে জনগণ আর এক মুহূর্তও ক্ষমতায় দেখতে চায়না।

এই বিভাগের সব খবর

টার্ফ মাঠ দখল নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জুবায়ের উদ্দীন বাবু (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জুবায়ের উদ্দিন বাবু...

আন্দোলনে গুলি চালানো যুবলীগ কর্মী ফয়সাল গ্রেপ্তার

চট্টগ্রামের কোতোয়ালীতে আগস্ট মাসে সরকার পতন আন্দোলন চলাকালে রাইফেল হাতে প্রকাশ্যে গুলি চালানো যুবলীগকর্মী ফয়সাল প্রকাশ কিলার ফয়সালকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তবে তার কাছ...

আত্মহত্যা নিয়ে সালমান শাহর জন্মদিনে মুখ খুললেন স্ত্রী সামিরা

সালমান শাহ, যিনি কিনা বাংলা সিনেমার ক্ষণজন্মা এক উজ্জ্বল নক্ষত্রের নাম। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক...

সর্বশেষ

টার্ফ মাঠ দখল নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা...

আন্দোলনে গুলি চালানো যুবলীগ কর্মী ফয়সাল গ্রেপ্তার

চট্টগ্রামের কোতোয়ালীতে আগস্ট মাসে সরকার পতন আন্দোলন চলাকালে রাইফেল...

আত্মহত্যা নিয়ে সালমান শাহর জন্মদিনে মুখ খুললেন স্ত্রী সামিরা

সালমান শাহ, যিনি কিনা বাংলা সিনেমার ক্ষণজন্মা এক উজ্জ্বল...

বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক ফাহমিদা খাতুন

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সেন্টার...

ছাত্র-জনতার ওপর গুলি : চট্টগ্রামে যুবলীগ কর্মী বাদশা গ্রেপ্তার

চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার...

মূল সংস্কার উদ্যোগে বিশ্বব্যাংকের সহায়তার অঙ্গীকার

বহুপক্ষীয় ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংকের একজন সফররত শীর্ষ কর্মকর্তা আজ...