বাংলাদেশের প্রথম ও বিশ্বের ১৪তম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৩শ উইকেটের মালিক হলেন সাকিব আল হাসান। সেই সাথে ব্যাটিংয়ে অন্তত ৬ হাজার রান ও বোলিংয়ে ৩শ উইকেট নিয়ে বিশ্বের তৃতীয় অলরাউন্ডার হিসেবে এলিট ক্লাবে প্রবেশ করলেন সাকিব।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন সাকিব। ম্যাচে ৪ উইকেট নেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে সাকিবের ওয়ানডে পরিসংখ্যান ছিলো ২২৪ ম্যাচে ২৯৪ উইকেট। মিরপুরে অনুষ্ঠিত প্রথম দুই ওয়ানডেতে ২ উইকেট নেন সাকিব।
চট্টগ্রামের মাটিতে তৃতীয় ওয়ানডেতে নিজের নবম ওভারে ইংল্যান্ডের রেহান আহমেদকে আউট করে চতুর্থ উইকেট নিয়ে মাইফলক স্পর্শ করেন করেন সাকিব।
শ্রীলংকার সনাথ জয়সুরিয়া ও পাকিস্তানের শহিদ আফ্রিদির পর তৃতীয় অলরাউন্ডার হিসেবে অন্তত ৬ হাজার রান ও ৩ উইকেট নেয়ার নজির গড়েন সাকিব।