দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি, বর্তমান সরকারের পদত্যাগসহ বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, দমনপীড়ন বন্ধ, খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে আগামী ১১ মার্চ সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন করা হবে বলে দলের একাধিক নেতা জানিয়েছেন।
গত আড়াই মাসে বিএনপি সারা দেশে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও বিভাগীয় সমাবেশ করেছে। এছাড়া, গত ১২ ফেব্রুয়ারি থেকে তারা ইউনিয়ন পর্যায় পদযাত্রা কর্মসূচি শুরু করে।