কর্ণফুলী নদীর তীরে অভিযান চালিয়ে ছয় একর জায়গাজুড়ে খাস জমিতে গড়েউঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। হাইকোর্টের আদেশে এই অভিযান ।চালানো হয়।
আজ বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই অভিযানে জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর নু-এমং মারমা মং, সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন এবং আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া অভিযানে নদী তীরবর্তী প্রায় ছয় একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় শত কোটি টাকা। বাংলাবাজার পিএস শিপিং হতে উচ্ছেদ অভিযান শুরু হয়ে প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সদরঘাট সাম্পান ঘাটে গিয়ে শেষ হয় এই অভিযান।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।বলেন, চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই পাহাড় ও নদীসহ সরকারি খাস জমি রক্ষার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতেও জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।