বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
spot_img

চট্টগ্রামে পঞ্চম জাতীয় ভোটার দিবস উদযাপিত

‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’- প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্যদিয়ে চট্টগ্রামে উদ্যাপিত হয়েছে ৫ম জাতীয় ভোটার দিবস।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টায় সার্কিট হাউজ চত্বর থেকে বেলুন উড়িয়ে ও এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসটি উদযাপন কার্যক্রমের শুরু করা হয়।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা, অতিরিক্ত পুলিশ কমিশনার এম এ মাসুদ ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামন। এছাড়াও এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ প্রেস ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
র‌্যালি শেষে আলোচনা সাভায় চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান উপস্থিত সকলকে ভোটার হালনাগাদের নিয়মাবলী সম্পর্কে অবহিত করে বলেন, সারাদেশে ২০ মে ২০২২ হতে ৪টি ধাপে ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন হয়েছে। যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে এবং ইতোপূর্বে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হননি, তাদের তথ্য সংগ্রহ করা হয়েছে। মোট ৩ বছরের তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে, যাদের জন্ম ১ জানুযারি ২০০৫ বা তার পূর্বে, তারা ২ জানুয়ারি ২০২৩ সালে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৬ বা তার পূর্বে তারা ২ জানুয়ারি ২০২৪ সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। এছাড়াও যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে তারা ২ জানুয়ারি ২০২৫ সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। উল্লেখ্য এবারের হালনাগাদ কার্যক্রমে হিজড়াদের হিজড়া হিসেবে নিবন্ধিত করা হয়েছে। এসময় তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের নাগরিকদের হাতে স্মার্ট আইডি কার্ড তুলে দিতে, যে কোন প্রকার সহযোগীতা করতে আমরা প্রস্তুত।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের চেতনা কি, নাগরিক হিসেবে আমরা নিজেদের কোথায় নিতে চাই- সেটা নির্ভর করে নির্বাচনে আমরা কাকে নির্বাচন করছি। গণতান্ত্রিক নিয়মে একজন জেলা প্রশাসাক কিংবা রাস্তার পাশের পান বিক্রেতার ভোটের মূল্য সমান। সুতরাং আমরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি সকল শ্রেণি পেশার নাগরিকদের সচেতন করতে হবে। যেন আমরা সকলে মিলে মনের খুশিমত, একজন যোগ্য মানুষকেই ভোট দিয়ে নির্বাচন করি।

এই বিভাগের সব খবর

রাউজানের গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে বিএনপির শান্তি শৃঙ্খলার কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে রাউজানের পাহাড়তলী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে শান্তি...

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি...

সিএমপির ৯ থানায় নতুন ওসি

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ৯ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নবাগত সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে...

সর্বশেষ

রাউজানের গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে বিএনপির শান্তি শৃঙ্খলার কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান,...

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের...

সিএমপির ৯ থানায় নতুন ওসি

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ৯ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা...

চবিতে উপাচার্য নিয়োগের দাবিতে এবার ২৪ ঘণ্টার আল্টিমেটাম

উপাচার্য নিয়োগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটক অবরোধ...

কর্ণফুলীতে সৎ ছেলের হাতে বাবা খুন

চট্টগ্রামের কর্ণফুলীতে দুই সৎ ছেলের হাতে নুরুল হক চৌধুরী...

আমাদের সফল হতেই হবে : জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,...