সোমবার(২৭ফেব্রুয়ারী) সকাল ১০ঘটিকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটস্থ জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের ৩য় তলায় ডিজিটাল ক্লাশ রুমে হাসপাতালের রোগীদের জন্য ২টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন অনুদান হস্থান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ-চট্টগ্রামের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম মহোদয়ের বিশেষ অনুরোধে করোনাকালীন সময়ের জনপ্রিয় মানবিক প্রতিষ্ঠান চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডাঃ বিদ্যূৎ বড়ুয়া ব্যক্তিগতভাবে হাসপাতালের রোগীদের জন্য ২টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন অনুদান হিসাবে প্রদান করেন।
জেলা ইউনিটের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারী মোঃ আসলাম খাঁন,চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী আবদুল জাব্বার, ইউনিট কার্য নির্বাহী সদস্য শাহাদাত হোসে চৌধুরী রুমেল, ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, ইসমাইল হক চৌধুরী ফয়সাল,জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের পরিচালক কে এফ রহমান, সিএমও ডাঃ রোজি দত্ত, সিনিয়র কনসালটেন্ট ডাঃ নাজ সোহানী সুলতানা,শিশু বিশেষজ্ঞ ডাঃ বেলাল উদ্দিন, চীফ এডমিনিষ্ট্রেটিভ অফিসার আশরাফ উদ্দৌলা সুজন, ইউনিট অফিসার আবদুল মান্নান প্রমুখ।