সন্দ্বীপে স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৩ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বর্নাঢ্য কলেবরে।উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ অফিস সংলগ্ন মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়েছে।সন্দ্বীপের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র, মাঝারী ও বড় খামারীরা তাদের উৎপাদিত বা পালিত পশুর সর্বোচ্চটা এনে এ মেলার প্রায় ৩০ টি স্টলে সেগুলো প্রদর্শন করেন।অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ খামারীদের পুরস্কৃত ও সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আজ ২৫ ফেব্রুয়ারী প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে উক্ত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসা।বিশেষ অতিথি ও মেলায় প্রদর্শিত স্টলের সেরা স্টল নির্বাচন করেন সহকারী কমিশনার ভূমি মোঃ মঈন উদ্দিন।সন্মানীত অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, আমানউল্যা ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ভেটেরিনারি এ্যাসোসিয়শনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, কাউন্সিলর আবুতাহের।সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা আলী আজম।
সভায় বক্তারা বলেন প্রাণী সম্পদ বিভাগ আমাদের খাদ্যভাব পুরন সহ আমিষ ও পুষ্টিচাহিদা পুরন করে। এবং প্রাণী বা গবাদি পশু পালন করে লক্ষ লক্ষ পরিবার নিজেদের জিবীকা নির্বাহ করে। তাই প্রাণী সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য বর্তমান সরকার অনেক গুলো যুগান্তকারী ও সাহসী পদক্ষেপ নিয়েছে।যার কারনে এ বিভাগ দিন দিন সমৃদ্ধ হওয়া সহ নতুন নতুন উদ্যোক্তা তৈরি ও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।