মিয়ানমার থেকে দেশে পাচারের সময় কক্সবাজারের টেকনাফে এক কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) একটি কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ৬ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার টাকা।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে নাফ নদীর জালিয়ার দ্বীপ এলাকা থেকে মাদকবোঝাই নৌকাটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, মিয়ানমার হতে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীর জালিয়ার দ্বীপে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এ সময় দুই ব্যক্তি একটি কাঠের নৌকা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশ অভিমুখে আসতে দেখে থামার সংকেত দেয় বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই নৌকারোহী নদীতে লাফ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি চালিয়ে জালের ভিতর থেকে ১ কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে জব্দ নৌকা ও জাল টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে এবং মাদকগুলো পরবর্তীতে বিনষ্ট করণের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হবে।