বান্দরবানে লামা উপজেলা সরই ইউনিয়নে ডলুছড়ি মৌজায় লামা রাবার ইন্ডাষ্ট্রিজের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের কর্তৃক রেঙয়েন ম্রো পাড়ায় হামলা ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল ইউমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম। আজ সোমবার (২ জানুয়ারি ২৩) বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রামে চেরাগী পাহাড় মোড় থেকে মিছিল শুরু হয়ে প্রেসক্লাব ঘুরে আবারও চেরাগী মোড়ে এসে একটি সমাবেশ করা হয়। এতে পিসিপি নেতা সুদেব চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি উচিংশৈ চাক, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সোহেল চাকমা প্রমূখ।
বক্তারা বলেন, লামা রাবার ইন্ডাষ্ট্রিজ কর্তৃকপক্ষ রেংয়েন ম্রো , লাংকম ম্রো ও জয় চন্দ্র ত্রিপুরা কার্বারী পাড়ায় বসবাসরত পাহাড়িদের ভোগ দখলীয় ৪০০ একর ভূমি দীর্ঘ দিন ধরে বেদখলের চেষ্টা চালাচ্ছে। গতকাল দিবাগত রাত ১ টার দিকে রাবার ইন্ডাষ্ট্রিজের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা দেলোয়ার, নরু ও মহসিন গং কর্তৃক ৪ ট্রাক ভর্তি প্রায় ১৫০ শতাধিক ভাড়াতে সন্ত্রাসী দিয়ে য়েংয়েন কার্বারী পাড়ায় ৩টি বসত বাড়িতে অগ্নিসংযোগ, ৬টি বাড়ি ভাংচুর, প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী ও গবাদি পশু লুটপাট করে নিয়ে যায়। বেদখলের চেষ্টার অংশ হিসেবে ইতি পূর্বেও জুমভূমিতে আগুন লাগিয়ে প্রাণ-প্রকৃতি ধব্বংস করে দিয়েছে। নিরহ পাহাড়িদের প্রাণে মেরে ফেলতে ঝিড়িতে বিষ মিষিয়ে দিয়েছে। লামা রাবার ইন্ডাষ্ট্রিজের এই ন্যক্কারজনক কর্মকান্ডের নিন্দা জানিয়ে আজ পর্যন্ত সারা দেশে বহু প্রতিবাদ হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি। প্রশাসন ভূমিদুস্যর মুল হতাদের আইনী ব্যবস্থা গ্রহণ না করার কারণে এধরণের ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে। তিন পাড়াবাসীকে প্রতি নিয়ত ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। ভূমি রক্ষার আন্দোলনকারীদের হামলা করে মামলা দিয়ে হয়রানি করছে। সমাবেশ থেকে বক্তারা লামা রাবার ইন্ডাষ্ট্রিজের কর্মকান্ডের নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িত দেলোয়ার, নুরু ও মহসীন গংদের গ্রেফতার করে বিচারের দাবী জানান।

