করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত দুই বছর বই উৎসব হয়নি। করোনা নিয়ন্ত্রণে আসায় আজ ১ জানুয়ারি নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে চট্টগ্রামসহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দিচ্ছে।
আজ সকালে চট্টগ্রাম নগরীর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম কলেজিয়েটে স্কুল, সরকারি মুসলিম হাইস্কুলসহ উপজেলার বিভিন্ন স্কুলে চলছে বই উৎসব। বই উৎসব উপলক্ষে স্কুলগুলোয় বসেছে শিক্ষার্থীদের আনন্দমেলা। বই পেয়ে উচ্ছ¡সিত শিক্ষার্থীরা। এরআগে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ২০২৩ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসের তথ্য মতে, চট্টগ্রামের মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৪৩ হাজার ৪৮১ জন। এসব শিক্ষার্থীর বিপরীতে বইয়ের চাহিদা ১ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৯০৩টি। গত বৃহস্পতিবার পর্যন্ত মাধ্যমিকের প্রাপ্ত বইয়ের সংখ্যা ৫৮ লাখ ৫৪ হাজার ৪৬১টি। মাদ্রাসায় প্রাপ্ত বইয়ের সংখ্যা ২৯ লাখ ৮৭ হাজার ৪১টি। সর্বমোট প্রাপ্ত বইয়ের সংখ্যা ৮৮ লাখ ৪১ হাজার ৫০২টি। এ পর্যন্ত মোট প্রাপ্ত ৫৫ দশমিক ৯৯ শতাংশ বই বিদ্যালয়ে পৌঁছেছে।
চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে, চট্টগ্রামের ৪ হাজার ৩৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাক-প্রাথমিক ও প্রাথমিকে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৮২ হাজার। এসব শিক্ষার্থীর বিপরীতে বইয়ের চাহিদা হচ্ছে ৪৫ লাখ ২২ হাজার ১০৯টি। চাহিদার বিপরীতে গত শুক্রবার পর্যন্ত বই এসেছে মাত্র ১৪ লাখ ৮৯ হাজার ১১টি। যা মোট চাহিদার ৩৩ শতাংশ।
এদিকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ মডেল স্কুলে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে বর্ণিল বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ মাজহারুল হকের সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক ফাতেমা জান্নাত, মুন্নী বড়ুয়া, উম্মে হাবিবা, মো. আল-ঈশাদ চৌধুরী, মো.মানজুরুল হক, রোমানা আক্তার, শর্মিলা দে, রাবেয়া সুলতানা, তানভীর তাবাসসুম তারিন, রাজিয়া সুলতানা সুমি, তানিয়া আফরোজ তন্বী, নন্দিতা ধর, তাহমিনা ইয়াসমিন লিলি, রুমা আক্তার কলি, ফওজিয়া আক্তার বকুল,শাওরিন সুলতানা, রশ্মি বড়ুয়া, তাইফা ইয়াসমিন, নওশীন দুররানী, শাহীনুর আক্তার, সানজিদা রহমান প্রমুখ।