ট্রেনের ধাক্কায় মিরসরাইয়ে ২৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বারৈয়ারহাটস্থ চিনকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা নিহতের লাশ পড়ে থাকতে দেখে রেল পুলিশকে জানালে তারা লাশ উদ্ধার করে হেফাজতে নিয়ে যায়। নিহতের পরিচয় নিশ্চিত করতে পিবিআই কাজ করছে।
রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকালের কোন একটি ট্রেনের সাথে ধাক্কা লেগে আনুমানিক ২৫ বছর বয়সের এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে তার পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহতের লাশ রেলওয়ে পুলিশের হেফাজতে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া পরিচয় নিশ্চিত করতে পিবিআইয়ের সহযোগিতা চাওয়া হয়েছে।