বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

সাংবাদিকরা হচ্ছেন জাতি গঠন ও সমাজ উন্নয়নের মূল চালিকাশক্তি : তরফদার রুহুল আমিন

চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেছেন, সমাজ উন্নয়ন এবং জাতি গঠনে সাংবাদিকরা সবসময় চালিকাশক্তি হিসেবে কাজ করেন। তাঁরা তাদের কাজের মাধ্যমে পুরো জাতিকে দিকনির্দেশনা দিয়ে থাকেন। সঠিক সংবাদ প্রকাশিত হওয়ার পর অনেকেই নেগেটিভ চিন্তা থেকে সরে আসেন। ব্যবসায়ীদের পাশাপাশি আপনাদের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই কথা মাননীয় প্রধানমন্ত্রীও গর্বের সাথে উচ্চারণ করেন। আমরা ব্যবসায়ীরাও আপনাদের সাথে কাজ করতে পারলে নিজেদের গর্বিত মনে করি।

রবিবার (২৫ ডিসেম্বর) ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তরফদার রুহুল আমিন বলেন, সাইফ পাওয়ারটেক দেশের ক্রীড়াঙ্গণের উন্নয়নের জন্য কাজ করার পাশাপাশি বিগত বেশ কয়েক বছর ধরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়ায় সহযোগিতা করে আসছে। আপনাদের সাথে থেকে প্রেস ক্লাব সদস্য, সহধর্মিনী এবং সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতায় অবদান রাখতে পেরে আমরা সত্যিই গর্বিত। পেশাগত কারণে সাংবাদিকরা যেভাবে কর্মব্যস্ত থাকেন, তাতে করে অনেক সময় পরিবারকে সময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না। পরিবারের সদস্যদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। তাই অতীতের ন্যায় ভবিষ্যতেও চট্টগ্রাম প্রেস ক্লাবের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র সহসভাপতি তরফদার রুহুল আমিন আরো বলেন, সাংবাদিকদের আমরা বরাবরই শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখি। কিন্তু মহান পেশা সাংবাদিকতাকে কলুষিত করতে কিছু লোক লেগে আছে। ট্রেড লাইসেন্স ছাড়া যেমন ব্যবসা করা সম্ভব নয়, তেমনি নিবন্ধন ছাড়া প্রিন্ট, ইলেকট্রনিক কিংবা অনলাইন মিডিয়াও চলতে দেওয়া উচিত না। এ ব্যাপারে চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করা হয়েছে। এক্ষেত্রে চট্টগ্রাম প্রেস ক্লাবের সকল সদস্যের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, তাদের কারণে মূল ধারার সাংবাদিকদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই অবৈধ সাংবাদিকদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে।

সভাপতির বক্তব্যে আলহাজ¦ আলী আব্বাস বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ফুটবলের স্বপ্নদ্রষ্টা তরফদার রুহুল আমিনের তত্ত্বাবধানে দেশব্যাপী ক্রীড়াক্ষেত্রে জাগরণ সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবে ক্রীড়াযজ্ঞেও তিনি সহযোগিতা করে চলেছেন। সেজন্যে প্রেস ক্লাব সভাপতি সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ ফরিদ উদ্দিন চৌধুরী। যুগ্ম- সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু।

এর আগে প্রধান অতিথিকে প্রেস ক্লাবরে পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং প্রীতি উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, মহসিন চৌধুরী, ক্রীড়া উপকমিটির সদস্য নির্মল চন্দ্র দাশ, আবু জাফর মো. হায়দার, জাকির হোসেন লুলু, মোহাম্মদ ফারুক, খোরশেদুল আলম শামীম, সাইফুল্লাহ চৌধুরী, রাজেশ চক্রবর্তী, জসিম উদ্দিন ছিদ্দিকী, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ম্যানেজার (এইচআর) ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ডেপুটি ম্যানেজার সাইফুল আলমসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান

‘গোল্ডেন গার্ল’ খ্যাত ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সারে আক্রান্ত মায়ের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক...

গত ১৮ মে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানো হয়। পরে আদালত থেকে জামিন পেয়ে মুক্ত...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার পরিবারের ২৬টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ

আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্টদের ২৬টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি  আদালত। এসব অ্যাকাউন্টে...

সর্বশেষ

ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান

‘গোল্ডেন গার্ল’ খ্যাত ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সারে আক্রান্ত মায়ের...

গত ১৮ মে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হন দেশের জনপ্রিয়...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার পরিবারের ২৬টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ

আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার...

চুরি হওয়া ১২ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, ১৩ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাকলিয়া থানার নতুনব্রিজ এলাকায় চুরি হওয়া ১২ লাখ...

লেখক শাম্মী তুলতুলের পিতা আবু মোহাম্মদ খালেদ আর নেই

লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুলের পিতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ আবু...

চট্টগ্রামে নালায় পড়ে মৃত্যুর মিছিলে আরো এক শিশু

চট্টগ্রাম নগরে নালায় পড়ে মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে আরো...