সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে ভয়াবহ বিস্ফোরণে ১০০ জন নিহত হয়েছেন।
রোববার দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ এ তথ্য জানান।
বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১০০ নিহত এবং ৩০০ জন আহত হয়েছেন। তবে নিহত ও আহতের সংখ্যা আরো বাড়তে পারে।
মোগাদিসুর ব্যস্ততম জোব জংশনের কাছে দুটি গাড়িতে থাকা বিস্ফোরক বিস্ফোরিত হয়। পরে সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে গুলি করা হয়।
শনিবার বিকেলে বিস্ফোরণের পর আশপাশের ভবনগুলোর জানালা বিধ্বস্ত হয়। ঐ সময় বাতাসে ধারালো ছুরির মতো বস্তু, ধোঁয়ার কুণ্ডলি ও ধুলো উড়তে দেখা গেছে।
২০১৭ সালের ১৪ অক্টোবর একই স্থানে ট্রাকে বহন করে একটি বিস্ফোরণ হামলা চালানো হয়। তখন ৫১২ জন নিহত ও ২৯০ জনের বেশি আহত হন।
মোহাম্মদ শনিবারের ঘটনাকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, একই স্থান ও জনগণ আবার ভুক্তভোগী হয়েছে। এটি ঠিক নয়। যদি আল্লাহর ইচ্ছা হয়, তবে এখানে আর হামলা হবে না।
সূত্র- এএফপি ও ফ্রান্স ২৪।
ইউডি