ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জোয়ারের পানিতে ভাষাণচর থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভেসে আসা ১৫৯ টি মহিষ উদ্ধার করে তাদের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার(২৯অক্টোবর) বিকালে কুমিরা-সন্দ্বীপ ঘাটে উপজেলা প্রশাসন ও সীতাকুণ্ড থানার যৌথ উদ্যোগে মহিষগুলো হস্তান্তর করা হয়। গত সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অতিরিক্ত জোয়ারের পানিতে ভাষাণচর থেকে প্রায় প্রায় এক হাজার মহিষ ভেসে যায়। এদের কিছু মহিষ সীতাকুণ্ড উপজেলার আলেকদিয়া, বাঁশবাড়িয়া, কুমিরা, সোনাইছড়ি, ভাটিয়ারীসহ বিভিন্ন ইউনিয়নে উঠে। খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশ মহিষগুলোকে জব্দ দেখিয়ে স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় রাখে। মহিষ হারানোর বিষয়ে মালিকরা মঙ্গলবার ভাষাণচর থানায় জিডি করে সীতাকুণ্ড থানায় এসে ভাষাণচর থানায় করা জিডির কপি জমা দেন।
জিডিতে উল্লেখিত মহিষের শরীরের চিহ্ন অনুসারে ৫৮ জন মালিক সনাক্ত করা হয়। হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহাদাত হোসেন, থানার এসআই মুকিব হাসান, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল, ইউপি সদস্য জামাল উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন নেতৃবৃন্দ।
ইমা