রুশ অধিকৃত ক্রিমিয়ার সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়ে দেশটির এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সভেৎলানা বাবায়েভা রাশিয়ার রাষ্ট্রায়ত্ব রসিয়া সেগোদনিয়া মিডিয়ায় চাকরি করতেন।
ক্রিমিয়ায় নিযুক্ত রুশ কর্তৃপক্ষ এবং স্থানীয় রাষ্ট্রীয় মিডিয়া জানায়, শুক্রবার একটি সামরিক গ্রাউন্ডে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
সভেৎলানা রসিয়া সেগোদনিয়া মিডিয়া গ্রুপের ব্যুরো প্রধান ছিলেন। নারী সাংবাদিক নিহতের ঘটনায় ক্রিমিয়ায় রুশ কর্তৃপক্ষ বিস্তারিত কোনও তথ্য জানায়নি। তবে তার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলছেন ক্রিমিয়ার রুশ গভর্নর সের্গেই আকসিওনভ। জনণের সামনে সঠিক তথ্য তুল ধরতে তার ভূমিকা অনস্বীকার্য।
ট্রেলিগ্রামে শোক জানিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা লেখেন, ‘আমি তোমাকে অনেক ভালোবাসি।’
ইউডি