চট্টগ্রাম নগরীর নাসিরাবাদে সাফা আর্কেডিয়া ভবনের বেইসমেন্ট ফ্লোরে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে এডিস মশার বংশ বিস্তার রোধে পরিচালিত অভিযানে চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এই জরিমানা আদায় করেন।
এছাড়া অপর এক অভিযানে পোর্ট কানেকটিং রোড ও সাগরিকা রোডে রাস্তা দখল করে দোকানের মালামাল রেখে এবং রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই ব্যক্তিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চসিক মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।