চট্টগ্রাম নগরীর জামালখানে নিখোঁজের দুদিন পর এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম মারজানা হক বর্ষা। বর্ষা জামালখান কুসুমকুমারী স্কুলের ১ম শ্রেণির শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে শিকদার হোটেলের পেছনের নালায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শিশু বর্ষার স্বজনরা জানান, বর্ষা ২৪ অক্টোবর ২০ টাকা নিয়ে বিস্কুট কিনতে বের হয়েছিল বাসা থেকে। এরপর স্বজনরা সব জায়গায় খুঁজেও তাকে পাননি। থানায় ডায়েরি করার পাশাপাশি তারা রাস্তায় মাইকিং করেছেন। সন্দেহ থেকে তারা জামালখানের সবগুলো নালা-নর্দমায় খুঁজতে গিয়ে বিকেলে বস্তাবন্দী লাশ পেয়ে পুলিশকে খবর দেন।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, গত ২৪ তারিখ শিশু মারজানা হক বর্ষা নিখোঁজ হয়। তার পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছিল। বিকেলে নালায় বস্তাবন্দী মরদেহ দেখে স্বজনরা থানায় খবর দেয়। পরে আমাদের টিম গিয়ে মরদেহ উদ্ধার করে।