ঘটনাটি ইন্দোনেশিয়ার জাম্বিয়া প্রদেশের। সেখানে রাবার বাগানে কাজ করতে গিয়ে নিখোঁজ হন এক নারী শ্রমিক। নানা খোঁজাখুজির পর অবশেষে অনুসন্ধানকারী দলের সদস্যরা তার মরদেহ আবিস্কার করলেন অজগরের পেটে।
জাহরাহ নামে ৫০ বছর বয়সী ওই নারী গত রবিবার সকালে নিখোঁজ হন। খবর বিবিসির।
জানা গেছে, নিখোঁজের দিন কাজ থেকে না ফিরে আসায় তাকে খুঁজতে মাঠে নামে অনুসন্ধানকারী দল। তাতেও কাজ হয়নি। একদিন পর গ্রামের লোকজন একটি অজগরকে দেখতে পান এবং তাদের সন্দেহ হয়। পরে তারা সাপটিকে মেরে ফেলেন এবং ওই নারীর মরদেহ বের করেন অজগরের পেটের ভেতর থেকে।
জাম্বিয়া পুলিশ প্রধান একেপি এস হারেফা বলেন, নিখোঁজ ওই নারীকে সাপের পেটে পাওয়া গেছে। তবে তার মৃতদেহটি অনেকাংশে অক্ষত ছিল।
তিনি বলেন, নিহতের স্বামী রবিবার রাতে রাবার বাগানে তার ব্যবহৃত কিছু জামাকাপড় এবং সরঞ্জাম খুঁজে পেয়েছিলেন।
তিনি আরও জানান, সাপটি কমপক্ষে ৫ মিটার (১৬ ফুট) দীর্ঘ ছিল। গত সোমবার এলাকার লোকজন এটিকে ধরার পর মেরে ফেলে। তারা সাপের পেট কাটার পর দেখেন যে জাহরাহ’র মরদেহ ভেতরে রয়েছে।
ইউডি