ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর সমুদ্রে ভাসতে থাকা ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড।
বুধবার (২৬ অক্টোবর) ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ভেরিফায়েড টুইটার হ্যান্ডেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সমঝোতার ভিত্তিতে উদ্ধার করা জেলেদের ফিরিয়ে দেওয়া হবে।
ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী তল্লাশি ও উদ্ধার অভিযানে এসব বাংলাদেশি জেলেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে ভারতীয় কোস্ট গার্ড। টুইটারে উদ্ধার অভিযানের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছে তারা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সাগরদ্বীপ থেকে প্রায় ১৬৬ কিলোমিটার দূরে মাঝসমুদ্রে আন্তর্জাতিক সীমায় ওই ২০ জেলের দেখা পায় ভারতীয় কোস্ট গার্ড। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
ঝড় আঘাত হানার পরে সমুদ্রে বিপদে পড়া লোকদের উদ্ধার অভিযান শুরু করেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। চালু করা হয়েছিল ডরনিয়ার বিমান। সেই বিমান থেকেই ২০ জেলেকে সাগরে ভাসতে দেখা যায়।
ইউডি