চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে থেকে অজ্ঞাতনামা এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাগরের উত্তাল ঢেউয়ে লাশটি ভেসে এসেছে বলে ইয়ার্ড কর্তৃপক্ষের ধারণা।
আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কদমরসুল এলাকার সাগরের পাশে আরেফিন এন্টারপ্রাইজ শিপব্রেকিং ইয়ার্ড থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরেফিন এন্টারপ্রাইজ শিপব্রেকিং ইয়ার্ডের মালিক কামাল উদ্দিন বলেন, ইয়ার্ডে একটি শিশুর লাশ ভাসতে দেখে ইয়ার্ডের কর্মকর্তারা আমাকে খবর দেয়। শিশুটির বয়স ৩-৪ মাস হতে পারে। লাশটি কোথায় থেকে এসেছে কেউ জানে না। মনে হচ্ছে সাগরের ঢেউয়ের সঙ্গে ভেসে আসতে পারে। পরে পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার বলেন, গাউসিয়া কমিটির মানবিক টিমটিতে ছিলেন মামুন, আলি আকবর, নূরউদ্দীন, জিকু, সোলাইমান, রিদুয়ান, ইলিয়াস, ইয়াকুব, দৌলত, মাহিন, মেহরাজ ও ইমরান।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, তিন মাসের শিশুটির মরদেহ গাউসিয়া কমিটির মানবিক টিমের সহায়তায় নৌ পুলিশ উদ্ধার করেছে। জানাজা শেষে শিশুটিকে দাফন করা হবে।