হকারের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সংরক্ষিত কাউন্সিলর রুমকি সেনগুপ্তসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে।
সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেবের আদালতে মামলাটি করেন টেরীবাজার-আন্দরকিল্লা হকার সমিতির সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম। মামলায় অভিযুক্ত অন্য দুজন হলেন- অপু ধর রাজ ও মো. ইসমাইল।
মামলার বাদীপক্ষের আইনজীবী বিশ্ব শীল বলেন, হকারের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে চসিকের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর রুমকি সেনগুপ্তসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি গ্রহণ করে আগামী ৩০ অক্টোবরের মধ্যে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
ইউডি