নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন টার্নিং পয়েন্টে আছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বে সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগছে। মানবাধিকার এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
প্রতিমন্ত্রী আজ রোববার চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লুতে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডস এসোসিয়েশন (বাফা) ও ইউএসএআইডি যৌথভাবে আয়োজিত ‘এন আই অন ভিশন-২০৪১ অব ফ্রেইট ফরওয়ার্ডিং এন্ড লজিস্টিক্স সেক্টরস স্কিল ডেভেলপমেন্ট’ বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা দিয়েছেন, প্রেক্ষিত পরিকল্পনা ২০০৮-২০২১ দিয়েছেন, যার ৯৫ ভাগের বেশি অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রী দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ দিয়েছেন। এক কথায় সার্বিকভাবে দেশের উন্নয়ন হয়েছে।
বাফার সভাপতি ড. কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান।
ইউএসএইড এবং বাফা পরিচালিত ডিপ্লোমা কোর্স ইন লজিস্টিক সেক্টরের প্রি লঞ্চিং উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশের সম্ভাবনাকে হত্যা করা হয়েছিল। ৭৫ এর পর কোন সেক্টরেই দক্ষ জনবল গড়ে ওঠেনি। বাক-স্বাধীনতা হরণ, মর্যাদাহানি, বিভাজন, লুটেরা শ্রেণি তৈরি করা ছিল তাদের লক্ষ্য। তখন রাষ্ট্রীয়ভাবে মান মর্যাদা হরণ করা হয়।
বাংলাদেশ এগিয়ে গেছে এখন এটাই বাস্তবতা উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দর এখন শুধু দেশের নয়, রিজিওনাল কানেক্টিভিটির জায়গা হয়ে গেছে।
তিনি বলেন, ‘বাংলাদেশকে সোনার বাংলা বানানো আমাদের টার্গেট। প্রচুর তরুণ জনশক্তি আছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব।’
বাফা’র ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতির মূল ভূমিকা রাখছে প্রাইভেট সেক্টর।