চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারায় নানার বাড়িতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মোহাম্মদ সাইদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সাইদ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর জলদী খলিলশাহ পাড়ার মোহাম্মদ সেলিম উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ২টায় গন্ডমারা ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির পরিবারের সদস্যরা জানান, চারদিন আগে নানার বাড়ি গন্ডামারার বড়ঘোনা গ্রামে বেড়াতে যায় সে। আজ দুপুরে আত্মীয়-স্বজনের সাথে বাড়ির সামনের পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় সকলের অগোচরে পানিতে তলিয়ে যায়। এক পর্যায়ে উদ্ধার করে শিশুটিকে প্রথমে বেসরকারি হাসপাতাল পরে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. শর্মিলা তুহিন মৃত ঘোষণা করেন।