চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলকায় মায়ের অনুপস্থিতিতে ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে পতেঙ্গা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মোহাম্মদ জাহাঙ্গীরের বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলায়। কাজের সুবাধে পতেঙ্গায় ভাড়া বাসা নিয়ে থাকতেন।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর মা পেশায় একজন গার্মেন্টস কর্মী। ৬ বছর আগে সৎ বাবা মোহাম্মদ জাহাঙ্গীরের সঙ্গে তার মায়ের বিয়ে হয়। এটা তার মায়ের দ্বিতীয় সংসার। আর অভিযুক্ত জাহাঙ্গীর বাসার একটু দূরে একটি চায়ের দোকান করতো। সেই সুযোগ তার স্ত্রী চাকরিতে চলে গেলে মায়ের অনুপস্থিতে সৎ মেয়েকে ধর্ষণ করতো সে। পরে ওই কিশোরীকে ধর্ষণের কথা তার মাকে জানালে বুধবার রাতে স্বামীর বিরুদ্ধে ওই কিশোরীর মা বাদী হয়ে পতেঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।
পতেঙ্গা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীকে পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের পাঠানো হয়েছে।