বিক্ষোভ অব্যাহত থাকলেও শ্রীলঙ্কার অষ্টম নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে সংসদ চত্বরে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে।দেশটির প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া তাকে শপথ পাঠ করান।
বুধবার (২০ জুলাই) শ্রীলঙ্কার পার্লামেন্ট সদস্যদের ভোটে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও ছয় বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এই ভোটে ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) নেতা অনুরা কুমারা দেশনায়েক ও এমপি ডুলাস আলাহাপ্পেরুমাকে পরাজিত করেন তিনি।
এদিকে রনিল বিক্রমাসিংহে দেশের নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর সরকার বিরোধী বিক্ষোভকারীরা আবরো রাস্তায় ফিরে এসেছে। বুধবার কয়েকশ বিক্ষোভকারী বিক্রমাসিংহের পদত্যগের দাবিতে কলম্বোর গালে ফেস গ্রীনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবাদী নেতারা বিক্রমাসিংহেকে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের জন্য আংশিকভাবে দায়ী করেন। এছাড়াও বিক্রমাসিংহে পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা।
ইমা