বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রামের উদ্যোগে নডাইল, লোহাগাড়া ও শিক্ষক নির্যাতন সহ দেশব্যাপী সাম্প্রদায়িক হামলায় জড়িত ধর্মান্ধ মৌলবাদী সন্ত্রাসীদের দ্রুত গেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ২০ জুলাই (বুধবার )বিকেলে নগরীর চেরাগী পাহাড় চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক সুজিত সরকারের সভাপতিত্বে বিভাগীয় সদস্য সচিব শ্যামল দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন বলভদ্র দাশ অনুগা, দীপক কুমার পালিত, ফণিভুষণ দেবনাথ, জিৎকর বাবু, শ্যামল বিশ্বাস, সুমন পাল, জুয়েল বিশ্বাস, রূপস দাশ, নিউটন দাশ, বলভদ্র দাশ অনুগা, রবীন হালদার, রুবেল দাশ, বিশ্বজিৎ কর বাবু, মিশু দাশ, জয় ভট্টাচার্য, ছবি সিকদার, শ্যামল বিশ্বাস, পলাশ মল্লিক, এড. প্রবীর শীল, সুমন দেবনাথ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় শিক্ষক নির্যাতন, হিন্দুদের বাড়ী ঘর ভাংচুর, নির্যাতনের সুষ্ঠু বিচার ও দ্রুত গেপ্তার দাবী করেন। এরকম জঘন্য কাজ যাতে ভবিষ্যতে আর না হয় সেজন্য সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান।
ইমা