চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় মায়ের বকুনি খেয়ে মো. ফিরোজ শেখ (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত যুবক ওই এলাকার মো. হানিফ শেখের ছেলে।
মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টায় বিশ্বকলোনি এম ব্লকে এই ঘটনা ঘটে।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উদ্দিন আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, নিহত যুবককে গতকাল রাতে তার মা অবাধ্য চলাফেরা, গাঁজা ও মাদকসেবন এবং খারাপ ছেলেদের সঙ্গে মেলামেশার কারণে বকাবকি করে। এক পর্যায়ে সে রুমে ঢুকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে নিহতের পিতা জানায়। আজ বুধবার সকালে খবর পেয়ে ইম্পেরিয়াল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবুও মৃত্যুর সঠিক কারণ জানার জন্য আমাদের তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।