চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাস্থ আতুড়ার ডিপো এলাকায় তুলার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি টিম ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় দুই লাখ ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে।