এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অপ্রয়োজনীয় বৈদুতিক পাখা, লাইট, এসি বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরের দিকে শিক্ষা বোর্ডের সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিদ্যুতের ব্যবহারে সাশ্রয় করার নিমিত্তে অত্র বোর্ডের সকল কক্ষে প্রয়োজন ব্যতীত লাইট, ফ্যান, এসিসমূহ বন্ধ রাখার জন্য সকল শাখা প্রধানগণকে স্ব স্ব শাখায় বিষয়টি কার্যকরের অনুরোধ করা হল।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মুস্তফা কামরুল আখতার বলেন, চলমান পরিস্থিতিতে সরকারের অনুসৃত নীতি বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ ঘাটতি সংকটের সমাধান সম্ভব।