চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রসহ ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটকরা হলেন— জানে আলম সোহাগ(৪২), রতন দত্ত(৪২), মোহাম্মদ রনি(৩২), মো. ইকবাল হোসেন(৩৫), মো. দেলোয়ার হোসেন(২৮), মো. সোহেল(২৩), মো. বাদশা(২৫), কাওছার(২০) ও মিনহাজ উদ্দিন নয়ন(২০)।
সোমবার (১৮ জুলাই) রাত পৌনে ১২টার দিকে তাদের ফুট ওভারব্রিজের নিচ থেকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, রিয়াজউদ্দিন বাজার ফুট ওভারব্রিজের নিচে নির্জন এবং অন্ধকারাচ্ছন্ন স্থানে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে ৯ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা ৯টি ছোরা, ১টি কাটার ও ১টি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার একাধিক জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার গ্রহণের জন্য মামলা প্রক্রিয়াধীন রয়েছে।