কক্সবাজার সমুদ্র সৈকতে অবৈধ ফটোগ্রাফারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ট্যুরিস্ট পুলিশ। পৃথক অভিযানে সাতটি ক্যামেরাও জব্দ করা হয়। এক দম্পতিকে অতিরিক্ত ছবি তুলে টাকা দাবি করে বিড়ম্বনায় ফেলা ফটোগ্রাফার (ফটোগ্রাফ পোশাক নম্বর ৫৯২) ইউনুসকে আটকের পর এ অভিযান শুরু করেন প্রশাসন।
সোমবার (১৮ জুলাই) ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের ইনানী ইনচার্জ পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, ট্যুরিস্ট পুলিশের ইনানী জোনের ইনচার্জ পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে পৃথক অভিযানে ইনানী বিচ থেকে ৪ জন ও পাটুয়ারটেক বিচ থেকে ৩ জন অনুমোদনহীন ফটোগ্রাফারের কাছ থেকে সাতটি ক্যামেরা জব্দ করে বাজেয়াপ্ত করা হয়।
ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে বেশ কিছু ফটোগ্রাফার পর্যটকদের ছবি উঠানোর কথা বলে নানাভাবে হয়রানি করে আসছে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এ অভিযান অব্যাহত থাকবে।
কোনভাবেই অবৈধ ফটোগ্রাফারদের বিচ এলাকায় ব্যবসা করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার জানান তিনি।