চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের চলমান বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এর আগে গত রোববার রেলওয়ের অব্যবস্থাপনা দূরীকরণে ছয় দফা দাবিতে চট্টগ্রাম রেলস্টেশনে অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।
কর্মসূচির ধারাবাহিকতায় আহ দ্বিতীয় দিন সোমবার (১৮ জুলাই) সকাল ১১ টায় শিক্ষার্থীদের চট্টগ্রাম রেলস্টেশনে ঢুকতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে রেলওয়ের বাধা উপেক্ষা করে চট্টগ্রাম রেলস্টেশনে ঢুকে পড়ে শিক্ষার্থীরা। এসময় তারা দুর্নীতির বিরুদ্ধে নানা প্রতিবাদী গান ও স্লোগান দিতে থাকেন।
চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার রতন কুমার’ চৌধুরী বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কাউকে ঢুকতে বাধা দেওয়া হয়নি। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে কোন বিঘ্ন সৃষ্টি না হওয়ার জন্য তাদের বলেছি, তারা যেন লিখিত অভিযোগ দেয়।
এদিকে শিক্ষার্থীরা জানান, অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে সকাল ১১ টার দিকে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে চট্টগ্রাম রেলস্টেশনে প্রবেশে চেষ্টা করে শিক্ষার্থীরা। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশের জেরার মুখে পড়তে হয় তাদের।
সোমবার দুপুর ১২ টায় পর্যন্ত চট্টগ্রাম রেলস্টেশনে মূল ফটকে দু’টি প্রবেশ ও বর্হিগমন চলাচল সীমিত করা হয়েছে। এসময় প্রবেশ গেটটি খোলা রেখে বর্হিগমন গেট বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। পরে গণমাধ্যম কর্মীরা চট্টগ্রাম রেলস্টেশনে উপস্থিত হলে মূল ফটক দিয়ে স্টেশনে ঢুকে পড়েন শিক্ষার্থীরা।
রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন বলেন, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি। তবে আমরা বলেছি নিয়মন্ত্রাতিক উপায়ে যেন তারা তাদের বক্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়।