সবার মতামতের ভিত্তিতে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরুর প্রথম ধাপে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, অনিয়ম পেশি শক্তির প্রভাব কমতে পারে সব দল অংশ নিলে । দ্বাদশ নির্বাচন নিয়ে তর্ক বিতর্ক চলছে সেগুলো নিরসন হওয়া প্রয়োজন বলে জানান তিনি।
নির্বাচন কমিশনার আরো বলেন, একক ভাবে জয়ী হয়ে সরকার গঠন করবে সেটা গণতন্ত্র নয় বরং এর ফলে স্বৈরতন্ত্র মাথা চাড়া দিয়ে উঠে। রাজনৈতিক সংকট রাজনৈতিক ভাবে সমঝোতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত কারও এজেন্ডা বাস্তবায়ন করার মত মানসিকতা নির্বাচন কমিশনের নেই।
সকল দল সহযোগিতা ছাড়া নির্বাচন কমিশনের পক্ষে এককভাবে সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। আগের জাতীয় নির্বাচনে নানা সমালোচনার দায় নতুন ইসি নিতে চায় না জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের সব দায় আমরা নেবো। তবে, স্পষ্ট করে জানাতে চাই, ২০১৪ ও ২০১৮ সালের দায় বর্তমান কমিশনকে দেবেন না।
এছাড়া সরকার সহযোগিতা না করলে নির্বাচনের পরিণতি ভয়াবহ হবে বলেও মন্তব্য করেন তিনি । হাবিবুল আউয়াল বলেন, আমরা সরকারের সাহায্য চাইবো। সহায়তা চাইবো। সরকার যদি সহায়তা না করে, তাহলে নির্বাচনের পরিণতি খুবই মন্দ হতে পারে।অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ যে গুরুত্বপূর্ণ, সে কথাও সিইসি বলেন।