চট্টগ্রামের উপজেলা রাউজানে যুবলীগ কর্মী শহীদুল আলম হত্যা মামলায় ফজলুল করিম প্রকাশ ফজু (৪৯) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার ফজলুল করিম উপজেলার হরিষপাড়ার মৃত জহুর মিয়ার ছেলে।
শুক্রবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ডের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, রাউজান-রাঙামাটি সড়কের চারাবটতল এলাকায় ২০১৫ সালে যুবলীগের কর্মী শহীদুল আলমকে মাইক্রোবাস থেকে নেমে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার মৃত্যুর পর রাউজান থানায় একট হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনায় চলতি বছরের ১১ জানুয়ারি মামলার ১ নম্বর পলাতক আসামি আজিজ উদ্দীন ওরফে আজিজ্যা ইমুকে গ্রেপ্তার করা হয়। ২৬ জুন মো. ইউসুফ নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এটি নিশ্চিত করেন।