চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে ১৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৬ জুলাই) দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।
তিনি জানান, সাধারণ জনগণের দাবির প্রেক্ষিতে শাকপুরা চৌমুহনী বাজারের দীর্ঘদিনের যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেয়া হয়। তার ধারাবাহিকতায় আজ এ অভিযান পরিচালনা করা হয়েছ। এ সময় রাস্তায় দু’পাশে সাধারণ পথচারীর চলাচলের জায়গায় অবৈধভাবে স্থাপনা তৈরি করে ব্যবসা পরিচালনা করায় ১৬টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্ব পূর্ণ মোড়ে যানজট নিরসনে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।