দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় দীনেশ কান্তি চাকমা নামের এক কানুনগোকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁইয়ায় আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। দীনেশ কান্তি চাকমা বর্তমানে রাঙামাটি সদর উপজেলা ভূমি অফিসে কানুনগো হিসেবে পদায়িত আছেন।
আদালত সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া ভূমি অফিসে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি মাধ্যমে একটি নাম জারির ঘটনায় ২০১৯ সালের ২৮ জানুয়ারি দুদক চট্টগ্রাম সমন্বিত জেল কার্যালয়-২ এর তৎকালীন উপ-সহকারী পরিচালক মো. শরিফ উদ্দীন বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দীনেশ কান্তি চাকমাসহ ৯ জনকে আসামী করা হয়। আদালতে দুদুকের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, রাঙ্গুনিয়া থানায় খতিয়ান জাল জালিয়াতির অভিযোগে দুদকের একটি মামলা রয়েছে। ওই মামলায় কানুনগো দীনেশ কান্তি চাকমা আসামী।
বৃহস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। শুনানী শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।