চট্টগ্রামের কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. খোরশেদ (৩৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ১৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়নের বিশ্ব ফকিরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদ ওই এলাকার মো. ইসহাসের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, চরলক্ষ্যা ইউনিয়নের নিজ বাড়িতে ঘরে কাজ করছিলেন মো. খোরশেদ। এসময় অসাবধানতাবশত ইলেক্ট্রিক শক লেগে গুরুতর আহত হন তিনি।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।