চট্টগ্রামের দুদক কর্মকর্তার ‘বদলির আদেশ’ স্থগিত করলেন হাইকোর্ট

  |  শুক্রবার, জুলাই ৩০, ২০২১ |  ৩:১২ অপরাহ্ণ
       

নিজস্ব প্রতিবেদক
অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের ভোটার ও কক্সবাজারের বড় বড় মেগা প্রকল্পের দুর্নীতি ধরিয়ে দিয়ে গ্রেপ্তার করানোর মাধ্যমে আলোচনায় আসেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা মো. শরীফ উদ্দিন। এর পরপরই পটুয়াখালীতে বদলি হয়ে যান তিনি। তবে তার সেই বদলির আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
২৯ জুলাই, বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিম উদ্দিন এ আদেশ দেন। এসময় আগামী দুই সপ্তাহের জন্য দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে স্বপদে বহাল রাখার আদেশ দেন। এ বিষয়ে পরবর্তী শুনানি করতে ওই আদেশে বলা হয়েছে।
উল্লেখ্য, রোহিঙ্গাদের ভুয়া জাতীয়তা পরিচয়পত্র তৈরিতে সহযোগিতার অভিযোগে ওয়ার্ড কাউন্সিলর, চেয়ারম্যান এমনকি নির্বাচন কমিশনের পরিচালকসহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে আলোচনায় আসেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। কিন্তু মামলা দায়ের হওয়ার পরই পটুয়াখালীতে বদলি করা হয় দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে।