লকডাউনের ৫ম দিনে ২১৬ মামলায় ৮৭ হাজার টাকা জরিমানা

  |  মঙ্গলবার, জুলাই ২৭, ২০২১ |  ৫:৩৩ অপরাহ্ণ
       

কঠোর লকডাউনের ৫ম দিনে সরকারী বিধিনিষেধ অমান্য করায় নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২১৬ টি মামলা ও ৮৬ হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৮ জন, বিআরটিএ ২ জন ও সিটি কর্পোরেশনের ১ জনসহ ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মামলা ও জরিমানা আদায় করেন। এ সময় সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে না চলায় বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট এবং শপিং মলে অভিযান পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করার পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মোমিনুর রহমান বলেন, সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন করতে চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা প্রতিদিনই অভিযান পরিচালনা করছে। যারা বিধিনিষেধ অমান্য করছেন তাদের গুণতে হচ্ছে জরিমানা। জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে নগরীর কাজীর দেউরী, জামালখান, চকবাজার, নিউ মার্কেট, কোতোয়ালী মোড়, ফিরিঙ্গী বাজার, রাহাত্তারপুল, বহদ্দারহাট, মুরাদপুর, ২নং গেইট, জিইসি ও ওয়াসা মোড় এলাকায় করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় ২১ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪ হাজার ৩শত টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ম্যজিস্ট্রেট পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করে। অভিযানে ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যবৃন্দ।