অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী গ্রেফতার

  |  মঙ্গলবার, জুলাই ২৭, ২০২১ |  ৩:৪৩ অপরাহ্ণ
       

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে শীর্ষ ছিনতাইকারী রুবেলকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।এ সময় তার কাছ থেকে অস্ত্র ও ছিনতাই করা স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। ২৬ জুলাই (সোমবার) বিকেলে আগ্রাবাদ ডেবারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি, এক রাউন্ড কার্তুজ, একটি ছোরা এবং ছিনতাই করা একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।