বশির আলমামুন
চট্টগ্রামের পতেঙ্গায় বঙ্গোপসাগরের মোহনায় উত্তাল সাগরে তেলবাহি ‘এমটি সুফলা’ নামের একটি বাংকার বার্জ ডুবে গেছে। ২৭ জুলাই (মঙ্গলবার) দুপুরে পতেঙ্গা লাইটহাউস থেকে ২ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে বার্জটি (ছোট আকারের জাহাজ, যেটি থেকে কার্গো জাহাজে জ্বালানি সরবরাহ করা হয়) ডুবে যায়।
এই দুর্ঘটনায় সাথে সাথে ‘এমটি মদিনা’ নামের একটি জাহাজ ঘটনাস্থলে গিয়ে ‘এমটি সুফলা’ জাহাজের নাবিকদের নিরাপদে উদ্ধার করে বলে জানিয়েছেন নৌ বাহিনীর মিডিয়া কর্মকর্তা মো. মোমিন।
এ ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো.ওমর ফারুক বলেন, মঙ্গলবার বিকালে পতেঙ্গা সৈকতের অদূরে এমটি সুফলা নামের একটি বাংকার বার্জ ডুবে গেছে। জাহাজটি দুর্ঘটনার সাথে সাথে অন্য একটি জাহাজ ঘটনাস্থলে গিয়ে নাবিকদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে। এছাড়া দুর্ঘটনা কবলিত জাহাজটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা হাবিবুর রহমান জানান, এমটি সুফলা বার্জটি ১৪ নম্বর ঘাটে তেলের জন্য গেলে ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। পড়ে এটি ভাসতে ভাসতে পতেঙ্গার জেলেপাড়া এলাকায় এলে অন্য এমটি মদিনা গিয়ে জাহাজের নাবিকদের উদ্ধার করে। জাহাজটি উদ্ধারের কাজ চলছে। প্রসঙ্গত,আবহাওয়া দপ্তর মতে-উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রভাবে সাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।