নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ২ হাজার ৭৫ লিটার চোরাই তেল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। ২৬জুলাই, (সোমবার) সকালে এয়ারপোর্ট ভিআইপি রোড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মিন্টু বড়ুয়া (৩০) ও মোঃ শওকত (৩৬)। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, সোমবার সকালে আমরা খবর পাই, এয়ারপোর্ট ভিআইপি রোড এলাকায় অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে চোরাইমাল ডিজেল, অকটেন ও মবিল মজুদ করা হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে দুইজনকে গ্রেফতার করে। পরে তাদের দখলে থাকা টিনের ড্রাম ও প্লাস্টিকের কন্টেইনার হতে ২ হাজার ৭৫ লিটার চোরাই তেল উদ্ধার করা হয়।’
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিদেশ থেকে আগত জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে ডিজেল, অকটেন ও মবিল সংগ্রহ করে ক্রয়-বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত চোরাই ডিজেলের আনুমানিক মূল্য ২ লাখ ৭৫ হাজার টাকা বলেও জানান তিনি।